বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শহীদ জিয়া দেশের মানুষের জন্য নিবেদিতপ্রাণ ছিলেন। এ কারণে তিনি চিরদিন-চিরকাল মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। তিনি একজন দেশপ্রেমিক ও বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি মানুষের ও দেশের কল্যাণে কাজ করেছেন। গতকাল রাতে বগুড়ার গাবতলী নশিপুরের জিয়াবাড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দ্স্থুদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে বক্তব্যে তিনি এ কথা বলেন।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, সহসভাপতি রাসেল মাহমুদ, সহসাধারণ সম্পাদক মোকছেদুর রহমান আবির প্রমুখ।