বাংলাদেশে ব্যবসায় বিনিয়োগ এবং নতুন উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে অন্যতম বড় প্রতিবন্ধকতা হলো দুর্নীতি। আর দুর্নীতির নেতিবাচক প্রভাব ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। গতকাল খুলনার একটি হোটেলে সিজিএস আয়োজিত এক আঞ্চলিক মতবিনিময় সভায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের উদ্যোক্তারা এ কথা বলেন। ব্যবসার ক্ষেত্রে উদ্যোক্তাদের প্রতিনিয়ত দুর্নীতির সম্মুখীন হওয়া এবং এই দুর্নীতি প্রতিরোধে একটি সমন্বিত জাতীয় প্ল্যাটফর্ম, ফোরাম ফর ফেয়ার বিজনেস গোড়ে তোলার উদ্যোগ নিয়ে সভাটি অনুষ্ঠিত হয়। সিজিএসের পাবলিক রিলেশনস কো-অর্ডিনেটর সঞ্জয় দেবনাথের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মতবিনিময় সভার শুরুতে সিজিএসের নির্বাহী পরিচালক বলেন, উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ উপ-জাতীয় পর্যায়ে শিক্ষা ও প্রশিক্ষণের অভাবজনিত চ্যালেঞ্জের সম্মুখীন, যা এসএমই খাতকে প্রয়োজনীয় প্রক্রিয়া পুরোপুরি বুঝতে এবং তা অনুসরণ করতে বাধা দেয়। প্রকল্পের প্রথম পর্যায়ে আয়োজিত আঞ্চলিক পরামর্শক সভাগুলোতে অনেক এসএমই উদ্যোক্তা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যেমন- ট্রেড লাইসেন্স আবেদন, অনলাইন ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা এবং লেটার অব ক্রেডিট পাওয়ার ক্ষেত্রে সহজলভ্য নির্দেশিকার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন।
তিনি বলেন, এই সমস্যাগুলোর সমাধান করতে সিজিএস বিশেষজ্ঞ, ব্যবসায়িক নেতা ও এসএমই উদ্যোক্তাদের সঙ্গে পরামর্শ করে একটি গুড গভর্ন্যান্স টুলকিট তৈরি করছে। একইসঙ্গে সিজিএস মতবিনিময় সভার আয়োজন করছে, যা শুধুমাত্র জ্ঞান প্রদান নয় বরং এসএমই উদ্যোক্তাদের কাছ থেকে মতামত সংগ্রহ করার জন্যও ডিজাইন করা হয়েছে। এই মতামত টুলকিটসহ অন্যান্য প্রকল্পের আউটপুট উন্নত করতে সাহায্য করবে, যাতে বিভিন্ন অঞ্চলের অনন্য চাহিদা পূরণ করা যায়। আলোচনাগুলোর মধ্যে থাকবে নৈতিক আচরণবিধি, স্বচ্ছতা চুক্তি, নির্দেশিকা এবং ফোরামের কাঠামোসহ জাতীয় ও আঞ্চলিক ফোরামের প্রতিনিধিত্বের জন্য সুপারিশ।
মতবিনিময় সভায় খুলনার উদ্যোক্তারা উল্লেখ করেন যে, দেশে উদ্যোক্তারা ব্যবসা শুরু করার আগে প্রাথমিক প্রস্তুতি এবং প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করার চর্চা অনুসরণ করেন না। যেখানে অন্যান্য দেশে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষত, অনলাইন ব্যবসার ক্ষেত্রে এই অভ্যাস পরিবর্তন করতে হবে। দুর্নীতি এড়ানোর জন্য ব্যবসা শুরুর আগেই ট্রেড লাইসেন্স এবং ট্যাক্স সম্পর্কিত সব প্রক্রিয়া সম্পন্ন করা জরুরি।
তারা আরও জানান, ট্রেড লাইসেন্স গ্রহণ ও নবায়নের প্রক্রিয়ায় বিদ্যমান জটিলতা এবং অতিরিক্ত নবায়ন ফি’র কারণে নতুন ট্রেড লাইসেন্স ইস্যু করার প্রবণতা তৈরি হয়েছে, যা সমাধান করা অত্যন্ত জরুরি। ব্যাংক ঋণ পাওয়ার ক্ষেত্রে নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করাও জরুরি। এছাড়া, শোরুম ভাড়া দেওয়ার সময় অগ্রিম অর্থ প্রদান সংক্রান্ত বিষয়টি টুলকিটে অন্তর্ভুক্ত করার এবং এর জন্য নির্দিষ্ট ফি নির্ধারণের আহ্বান জানান তারা।