পঞ্চগড় সদর উপজেলার ২ হাজার শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা এবং জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।
গতকাল সকালে মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে এসব কম্বল বিতরণ করেন তিনি। এ সময় স্থানীয় ভাষায় তিনি বলেন, ‘মুই নেতা নাহায়। মুই তুমহার সন্তান, ম্ইু তুমহার নাতি। মুই তুমহার তানে কাজ করেছু। করে যামু।’ এ সময় পঞ্চগড় জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আদম সুফী, জেলা আইনজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক আবদুল বারিসহ স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।