বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে গড়ে ওঠা মেমোরিয়াল ট্রাস্টের আয়ের ওপর কর বসাল অন্তর্বর্তী সরকার। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর এক প্রজ্ঞাপনে বিগত সরকারের আয়কর অব্যাহতি দেওয়া ছয়টি এসআরও বাতিল করেছে। এর মধ্যে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টও ছিল। ২০১৮ সালের প্রজ্ঞাপন অনুযায়ী, এই ট্রাস্টকে ১০ বছরের জন্য আয়কর অব্যাহতি দেওয়া হয়। আগের প্রজ্ঞাপন বাতিল করায় এখন ট্রাস্টের স্থায়ী বা সঞ্চয়ী আমানতের ওপর অর্জিত সুদ-আয়ের ওপর স্বাভাবিক নিয়মে আয়কর দিতে হবে। একইভাবে আওয়ামী লীগের গবেষণা উইং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনকে (সিআরআই) দেওয়া আয়কর অব্যাহতির সুবিধাও বাতিল করা হয়েছে।
এ ছাড়া ২০১৯ সালে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের নামে গড়া ফাউন্ডেশনকে দেওয়া আয়কর অব্যাহতি সুবিধাও বাতিল করেছে বর্তমান সরকার।