আদালত অবমাননার অভিযোগে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমানকে তলব করেছেন হাই কোর্ট। আগামী ২২ জানুয়ারি তাকে আদালতে সশরীরে উপস্থিত হতে বলা হয়েছে। গতকাল বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
রিটকারীদের আইনজীবী মো. মনিরুল ইসলাম মিয়া সাংবাদিকদের জানান, সিলেটের জকিগঞ্জ উপজেলার চাপঘাট রহিমপুর সুন্নি মাদরাসার সুপারের এমপিও স্থগিত সিদ্ধান্তের রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করেছিলেন। ওই আদেশ বাস্তবায়ন না করায় আদালত অবমাননার রুল জারি হয়।
করেছিলেন হাই কোর্ট। ওই রুলের শুনানিতে হাই কোর্ট তলব করে আদেশ দেন। গত ৩ সেপ্টেম্বর প্রথম তলবে তাকে (মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক) ২৮ অক্টোবর হাই কোর্টে উপস্থিত হতে বলা হয়। কিন্তু তিনি ওই আদেশ প্রতিপালন করেননি। তারই ধারাবাহিকতায় আজ (গতকাল) বিষয়টি আদালতের নজরে এলে হাই কোর্ট তাকে আবারও তলব করেন।