রাজধানীর জনপ্রিয় বাহন মেট্রোরেলের সেবার ওপর মূল্য সংযোজন কর বা ভ্যাট অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এ অব্যাহতি থাকবে। গতকাল এনবিআর এ-সংক্রান্ত আদেশ জারি করেছে। বর্তমান ভ্যাট আইন অনুযায়ী, যে কোনো শীতাতপ নিয়ন্ত্রিত রেলের টিকিটে ১৫ শতাংশ ভ্যাট আরোপের বিধান আছে। মেট্রোরেলকে অধিক জনপ্রিয় করার লক্ষ্যে এর যাতায়াতকে ব্যয় সাশ্রয়ী করা প্রয়োজন। এজন্য ভ্যাট আইন-২০১২ এর ১২৬ ধারার উপধারা (৩)-এর আওতায় মেট্রোরেলের টিকিটের ওপর ভ্যাট অব্যাহতির সুবিধা দেওয়া হয়। এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর করা হলো বলে এনবিআর জানায়।
২০২২ সালের ২৮ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেল উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত উদ্বোধন করা হয়। এরপর পর্যায়ক্রমে মেট্রোরেল চলাচল মতিঝিল পর্যন্ত বাড়ানো হয়। মেট্রোরেলের যাত্রীদের কোনো ক্লাস বা শ্রেণিবিন্যাস নেই। সব যাত্রী একই ভাড়ায় নির্ধারিত গন্তব্যে আসা-যাওয়া করতে পারেন।