রবিবার দরপতন হলেও গতকাল উত্থান হয়েছে শেয়ারবাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার পাশাপাশি বেড়েছে সবকটি মূল্যসূচক। বেড়েছে লেনদেনের পরিমাণ। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে মূল্যসূচক। তবে কমেছে লেনদেনের পরিমাণ।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইতে দাম বেড়েছে ২২৩ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। বিপরীতে দাম কমেছে ১০১টির এবং ৭৪টির দাম অপরিবর্তিত। ফলে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৯৮ পয়েন্টে উঠে এসেছে। মূল্যসূচকের সঙ্গে ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৩৬২ কোটি ৬৭ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৩১১ কোটি ৬৬ লাখ টাকা। সে তুলনায় লেনদেন বেড়েছে ৫১ কোটি ১ লাখ টাকা। লেনদেনের শীর্ষে ছিল ফাইন ফুডসের শেয়ার। কোম্পানিটির ১৪ কোটি ৭৬ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে সানলাইফ ইন্স্যুরেন্সের ১৩ কোটি ৬৪ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১২ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে আসে ওরিয়ন ইনফিউশন।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৫ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২১২ প্রতিষ্ঠানের মধ্যে ৮৭টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৯৩টির এবং ৩২টির দাম অপরিবর্তিত। লেনদেন হয়েছে ৮ কোটি ৪৯ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১৩ কোটি ৬২ লাখ টাকা।