চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন অব্যাহতিপ্রাপ্ত শিক্ষানবিশ উপপরিদর্শকরা (এসআই)। একই সঙ্গে পুলিশের ৪০তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচের চলমান ট্রেনিং থেকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদ জানান তারা। গতকাল তারা এ অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তাদের হাতে বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড ছিল। এর আগে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চার ধাপে ৩২১ জন এসআইকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ। অব্যাহতি পাওয়া উপপরিদর্শকরা জানান, তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের যে অভিযোগ আনা হয়েছে তা হাস্যকর। একাডেমিতে কোনো বিশৃঙ্খলা ঘটেনি। একাডেমির সিসি ক্যামেরা চেক করলেই এর প্রমাণ পাওয়া যাবে।
৪০তম ক্যাডেট এসআই ব্যাচে প্রশিক্ষণের জন্য মোট ৮২৩ জন ছিলেন। তারা গত বছরের ৪ নভেম্বর থেকে সারদায় বনিয়াদি প্রশিক্ষণ শুরু করেন। তাদের মধ্যে তিন ধাপে ৩১৩ জন এসআইকে মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগ তুলে শোকজ করে একাডেমি।
এরই মধ্যে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর মধ্যে গত ২১ অক্টোবর ২৫২ জন, ৪ নভেম্বর ৫৮ জন ও সর্বশেষ ১৮ নভেম্বর তিনজনকে অব্যাহতি দেওয়া হয়।