দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদকের দায়িত্ব দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় প্রেস ক্লাবের একাধিকবারের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ। সদ্যবিদায়ি সম্পাদক মোস্তফা মামুনের স্থলাভিষিক্ত হলেন তিনি। গতকাল দুপুর সাড়ে ১২টায় দেশ রূপান্তর কার্যালয়ে তাঁকে ফুল দিয়ে বরণ করেন দেশ রূপান্তরের প্রকাশক ও রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল, রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম আজাদ (অব.), এ এস এম সাইখুল ইসলাম।
প্রধান মানবসম্পদ কর্মকর্তা মো. মোস্তফা কামাল, সদ্যবিদায়ি সম্পাদক মোস্তফা মামুন, রূপায়ণ গ্রুপের হেড অব মিডিয়া হাবিবুর রহমান পলাশসহ বিভিন্ন বিভাগের সাংবাদিক ও কর্মী।
অনুষ্ঠানে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে দেশ রূপান্তর প্রকাশক ও রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল বলেন, ‘আমরা সুন্দর সম্পর্কের মাধ্যমে দেশ রূপান্তরকে এগিয়ে নিয়ে যাব। ছোট ছোট সহানুভূতি অনেক পরিস্থিতি বদলে দেয়। সবাই সহানুভূতি নিয়ে এক হয়ে কাজ করলে দেশ রূপান্তর আরও এগিয়ে যাবে। নতুন বছরে এ লক্ষ্য নিয়ে সবাইকে কাজ করতে হবে।’ রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম আজাদ (অব.) বলেন, ‘দেশ রূপান্তর অর্গানাইজ ওয়েতে যেভাবে এগিয়ে যাচ্ছে সেভাবেই চলবে। আপনারা সবাই সেভাবেই কাজ করবেন। এখানে কোনো পরিবর্তন হবে না।’ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করে কামাল উদ্দিন সবুজ বলেন, ‘আমার পেশাজীবনের গুরুত্বপূর্ণ দিন আজ। কারণ, সাংবাদিকতা জীবনে সম্পাদক হিসেবে আমার যাত্রা হচ্ছে। এই দিনে সাংবাদিক হিসেবে আমি প্রয়াত অমিত হাবিবকে স্মরণ করছি; যিনি এ পত্রিকাকে প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে শক্ত ভিত দিয়ে গেছেন।’