ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর হত্যার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। বাগেরহাটের সর্বস্তরের জনতার উদ্যোগে সোমবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়।
বক্তারা ইসরায়েলের ভয়াবহ হত্যাযজ্ঞের তীব্র প্রতিবাদ জানান এবং এর বিচার দাবি করেন। তারা বলেন, ইসরায়েলের হামলার কারণে আজ গোটা গাজা কবরস্থানে পরিণত হয়েছে। লাখ লাখ নিরীহ নারী-পুরুষ-শিশুকে হত্যা করা হয়েছে। তারা গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছেন।
বিডি প্রতিদিন/নাজমুল