রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার (আরডিজেএ) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির তৃতীয় তলায় ক্র্যাব মিলনায়তনের আয়োজন করা হয়।
রাজধানীতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত রংপুর বিভাগের আট জেলার গণমাধ্যমকর্মীরা এতে অংশ নেন। অনুষ্ঠানে দৈনিক সংগ্রামের সম্পাদক আযম মীর শাহীদুল আহসান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, আরডিজেএ সাবেক সভাপতি মোকছুদার রহমান মাকসুদ, সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ অন্যরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর বিভাগ সাংবাদিক সমিতি ঢাকার সভাপতি মর্তুজা হায়দার লিটন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইমরুল কাওসার ইমন।
বক্তব্য প্রদানকালে দৈনিক সংগ্রামের সম্পাদক আযম মীর শাহীদুল আহসান বলেন, রংপুর বিভাগ তথা উত্তরবঙ্গকে এগিয়ে নিতে কাঁধে কাঁধ মিলিয়ে সকলকে কাজ করতে হবে। সংবাদ কর্মীদের সুরক্ষায় আরডিজেএ'কে আরও উদ্যোগী ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে মর্তুজা হায়দার লিটন বলেন, প্রায় এক যুগেরও বেশি সময় ধরে রংপুর বিভাগের আটটি জেলার ঢাকায় কর্মরত গণমাধ্যম কর্মীদের নিয়ে কাজ করছে আরডিজেএ। আগামী দিনগুলোতে সংবাদকর্মীদের স্বার্থ সুরক্ষায় সাংগঠনিকভাবে আরও বেশ কিছু উদ্যোগ নেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি।
বিডি প্রতিদিন/আরাফাত