নারায়ণগঞ্জের বন্দরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের নেতাদের উপর হামলার ঘটনায় বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারী মোশাররফ হোসেন মশু সহ বিএনপির ৭ জন নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।
আজ রবিবার (১৬ মার্চ) দুপুরে আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামছুর রহমান জামিন আবেদন নামঞ্জুর কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
কারাগারে প্রেরণকৃতরা হলেন, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারী মোশাররফ হোসেন মশু, পারভেজ মিয়া, আল আমিন, ফরহাদ, আরিফ ও মো. আরাফাত। কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান এর সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/জামশেদ