রাজধানীর পল্লবী থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারী, চিহ্নিত মাদক কারবারি ও ডাকাতসহ বিভিন্ন অপরাধে জড়িত ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাররা হলো- সুজন (২৪), সজিব (১৮), তারেক (১৮), আরিফ (১৯), মেহেদী হাসান (২১) ও রিপন (৫০)। শুক্রবার (৭ মার্চ) এ তথ্য নিশ্চিত করেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
পল্লবী থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত পল্লবী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও বলেন, তাদের মধ্যে সুজনের বিরুদ্ধে পল্লবী থানায় দুটি ডাকাতির মামলা, দুটি মাদকের মামলা ও একটি ছিনতাইয়ের মামলা রয়েছে। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ