রাজধানীর দয়াগঞ্জ মোড়ে চলন্ত বাস থেকে মোবাইল ছিনতাই করার সময় এক ছিনতাইকারীকে দৌড়ে হাতেনাতে আটক করেছেন ট্রাফিক সার্জেন্ট আল মামুন। সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে ছিনতাইকারীর নাম-পরিচয় জানা যায়নি।
জানা যায়, বাসে ওঠার সময় এক যাত্রীর পকেট থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে পালানোর সময় ওই ছিনতাইকারীর পিছু নেন ট্রাফিক সার্জেন্ট আল মামুন। এসময় প্রায় ১০০ মিটার দৌড়ে তাকে ধরে ফেলেন। এরপর আটক ছিনতাইকারীকে গেন্ডারিয়া থানার এসআই রিপনের কাছে হস্তান্তর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দয়াগঞ্জ মোড়ে কর্তব্যরত সার্জেন্ট আল মামুন অত্যন্ত সাহসিকতার সাথে ছিনতাইকারীকে ধাওয়া করে হাতেনাতে আটক করেন। তিনি আটককৃতকে থানায় হস্তান্তরসহ উদ্ধারকৃত মোবাইল মালিককে বুঝিয়ে দিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে ট্রাফিক সার্জেন্ট আল-মামুন জানান, ‘আমরা প্রায়ই শুনি দয়াগঞ্জ মোড়ে চলন্ত গাড়ি ও গাড়ি থেকে যাত্রী ওঠা-নামার সময় ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ বিষয়ে আমাদের সতর্ক দৃষ্টি রয়েছে। এসব ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থানের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে।’
বিডি-প্রতিদিন/শফিক