চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল, বন্দিদের মুক্তিসহ আট দফা দাবিতে সচিবালয়ের সামনের রাস্তায় অবস্থান নিয়েছেন সাবেক বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন জাস্টিস ফর বিডিআর আন্দোলনে অংশগ্রহণকারীরা।
গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হওয়া অবস্থান কর্মসূচি বুধবার দুপুর পর্যন্ত চলমান রাখেন তৎকালীন বিডিআর ও তাদের পরিবারের সদস্যরা। পরে পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ের সামনে যাওয়ার চেষ্টা করেন তারা। এসময় জলকামান ব্যবহার করে তাদের নিবৃত করে পুলিশ।
এক পর্যায়ে কাঁটাতারের বেড়া ভেঙে সামনের দিকে এগোতে থাকেন আন্দোলনকারীরা। সচিবালয়ের সামনে এলে পুলিশি বাধার মুখে পড়েন তারা। পরে রাস্তায় বসে পড়েন জাস্টিস ফর বিডিআর কর্মসূচিতে অংশগ্রহণকারীরা। প্রতীকী কাফনের কাপড় পরে রাস্তায় শুয়ে পড়েন অনেকে।
বিডি প্রতিদিন/আরাফাত