বরিশাল নগর ভবন থেকে প্লান অনুমোদনে জটিলতা নিরসন ও হয়রানি বন্ধের প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। বরিশাল নাগরিক অধিকার আন্দোলনের ব্যানারে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
সংগঠনের আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া কর্মসূচিতে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন সদস্য সচিব প্রকৌশলী আবু সালেহ, বাসদ বরিশাল জেলার সমন্বয়ক ডা. মনিষা চক্রবর্তিসহ নেতৃবৃন্দ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ইমারত নির্মাণ বিধিমালা-১৯৯৬'র আওতায় প্ল্যান অনুমোদনের কথা বললেও কর্তৃপক্ষ কেবল রাস্তার ক্ষেত্রে অনুসরণ করে। অথচ প্ল্যান পাসের ফিসহ অন্যান্য বিষয়ে ২০২০ সালের নীতিমালা অনুসরণ করে। এতে নগরীর হাজার হাজার বাসিন্দা ভোগান্তিতে পড়ছেন। তাদের ভোগান্তি কমাতে ১৯৯৬ সালের নীতিমালা বাদ দিয়ে ২০২০ সালের নীতিমালা পুনরায় বহালের দাবি করেন তারা।
এছাড়াও ৪৫ দিনের মধ্যে প্লান অনুমোদন দেয়া এবং অবৈধ এলইউসি প্রথা বাতিল, ওয়ান স্টপ সার্ভিস ব্যবস্থাও চালু, নগরীর জলাবদ্ধতা নিরসন, অবৈধভাবে করারোপ রোধ এবং সাপ্লাইবিহীন পানির বিল নেয়া বন্ধ করার দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে নগর ভবনে কর্মচারীদের সাথে নাগরিক অধিকার আন্দোলনের সদস্যদের সাথে কর্মকর্তা-কর্মচারীদের তর্ক হয়। এসময় সংগঠনের সদস্য প্রকৌশলী শাহআলম সিকদারসহ কয়েকজনের উপর হামলা হয়। এতে প্রকৌশলী শাহ আলম সিকদার আহত হয়। বিক্ষোভ সমাবেশে এই হামলার বিচার দাবিও করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ