মুন্সীগঞ্জে জব্দ হওয়া যানবাহন প্রকাশ্য নিলামে দরপত্রের মাধ্যমে বিক্রি করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে নিলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদালতের বিচারক চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন।
এসময় তিনি বলেন, 'স্বচ্ছতা রেখে সরকারি কোষাগারে টাকা জমা দেওয়ার জন্য মালখানায় থাকা গাড়িগুলো বিক্রি করা হচ্ছে। অনেক দিন পরে আমাদের জন্য একটা গৌরবের দিন।'
দেলোয়ার হোসেন বলেন, 'মানুষের কাছে মেসেজ যাবে যে সরকারি মাল যেখানে থাকুক যেভাবে থাকুক, রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব। বিশেষ করে আমরা যারা সরকারি দায়িত্ব পালন করি তাদের ক্ষেত্রে বৃহত্তর স্বার্থ সরকারি মাল রক্ষণাবেক্ষণ করা। এবং যখন দরকার সেটাকে আইন সঙ্গতভাবে বন্দোবস্ত করে রাষ্ট্রীয় কোষাগারে টাকা জমা দেওয়া। আমরা সেটা স্বচ্ছভাবে করছি।'
নিলাম পরিচালনা করেন- নিলাম কমিটির সভাপতি ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নিলাম কমিটির সদস্য সচিব ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান, দুরদানা রহমান, কোর্ট পুলিশ পরিদর্শক রাশেদ খান চৌধুরী।
এ সময় বিভিন্ন কোম্পানির আটককৃত ১৮টি মোটরসাইকেল, একটি পাজেরো জিপ ও একটি ব্যাটারি চালিত অটোরিকশা নিলামে তোলা হয়।
বিডি প্রতিদিন/মুসা