ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাপাসাটিয়া ইউপি চেয়ারম্যান মশিউর রহমান জোয়ার্দ্দারকে বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার রাত ৮টার দিকে তাকে গ্রেফতার করে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেন হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) এম রউফ খাঁন।
জানা গেছে, হত্যা মামলাসহ সকল মামলা গোপন করে সৌদি আরবে ওমরা পালনের উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি। সেসময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মশিউর জোয়ার্দ্দারের বিরুদ্ধে জামায়াত নেতা ইদ্রিস আলী পান্না হত্যা মামলাসহ হরিণাকুণ্ডু ও সদর থানায় একাধিক মামলার রয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন