রাজধানীর খিলগাঁওয়ের গোড়ানের শান্তিপুর এলাকায় দিয়া জামান সুরমা (১৪) নামে এক শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। সে খিলগাঁও কোয়ালিটি এডুকেশন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
আজ শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
ঢামেক হাসপাতালে নিয়ে আসা সুরমার চাচাতো ভাই শরিফুল ইসলাম সাগর বলেন, ‘সবার অগোচরে সুরমা তার রুমে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে সেখান থেকে তাকে নামিয়ে বিকালে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কী কারণে গলায় ফাঁস দিয়েছে তা বলতে পারছি না। তবে ধারণা করা হচ্ছে তার বাবা ও মা কোনো বিষয়ে রাগারাগি করায় অভিমানে এ ঘটনা ঘটাতে পারে।’
তিনি জানান, সুরমা গোপালগঞ্জ সদর উপজেলার মো. মনিরুজ্জামানের মেয়ে। বর্তমানে গোড়ান শান্তিপুরে পরিবারের সাথে থাকতো।
বিডি প্রতিদিন/জুনাইদ