‘এসো দেশ বদলাই পৃথিবী বদলাই’ তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে সোনারগাঁ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বর মুক্তমঞ্চে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মঞ্জুর মোর্শেদসহ অন্যান্যরা।
উল্লেখ্য, প্রতিযোগিতায় সোনারগাঁয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান।
বিডি প্রতিদিন/জামশেদ