নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক আবু হানিফকে (৩২) হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি শাহিন মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতে পূর্বাচলের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। রবিবার সকালে শাহিন মিয়াকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী। গ্রেফতার শাহীন মিয়া পাড়াগাও এলাকার লিয়াকত আলী নেকুর ছেলে।
জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় শাহিন মিয়া ও রাব্বি মিয়াসহ অজ্ঞাত ৩/৪ জন রামদাসহ দেশীয় অস্ত্রশস্ত্রে ভুলতা পাড়াগাঁও বটতলা এলাকায় রাসেলের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালাতে যায়। এসময় রাসেলকে ভুলতা এলাকায় ব্যবসা করতে দেবে না বলে হুমকি- ধমকি প্রদান করে।
এসময় ভুলতা ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক আবু হানিফ ব্যবসায়ী রাসেলের ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের হামলায় বাধা দিলে শাহিন ও রাব্বির নেতৃত্বে হানিফ মিয়াকে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। পরে হানিফ মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় হানিফ মিয়ার স্ত্রী বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, হানিফ মিয়াকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি শাহীনকে গ্রেফতার করা হয়েছে। তাকে পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই