নারায়ণগঞ্জের আলোচিত হত্যাকাণ্ড ব্যবসায়ী সাব্বির আলম খন্দকার হত্যার ঘটনায় দায়ের করা মামলার ২২ বছর পর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানসহ সব আসামিকে খালাস দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা সোয়া ১১ টায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. মোমিনুল ইসলামের আদালত এই রায় ঘোষণা করেন।
খালাসপ্রাপ্ত অন্য আসামিরা হলেন- জাকির খানের দুই ছোট ভাই জিকু খান, মামুন খান, জাকির খানের সহযোগী জঙ্গল ওরফে লিটন, মোক্তার হোসেন, মনিরুজ্জামান শাহীন, নাজির আহমেদ ও আব্দুল আজিজ। তাদের মধ্যে জাকির খান ছাড়া সকলেই জামিনে ছিলেন।
রায়ের সত্যতা নিশ্চিত করে পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট খন্দকার আজিজুল হক হান্টু বলেন, সাব্বির আলম খন্দকার হত্যার ঘটনায় দায়ের করা মামলায় বাদীপক্ষ অভিযোগ প্রমাণে ব্যর্থ হওয়ায় সকল আসামিকে খালাস দেয়া হয়েছে।
আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. রেজাউল করিম খান রেজা বলেন, এটা জাকির খানের বিরুদ্ধে একটা ষড়যন্ত্রমূলক মামলা ছিলো। যার কারণে বাদী পক্ষ অভিযোগ প্রমাণ করতে পারেনি। ফলে আদালত এই মামলায় সকল আসামিকে বেখসুর খালাস দিয়েছেন।
বিডি প্রতিদিন/হিমেল