চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খোরশেদ আলমকে (৫৭) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার চেরাগী পাহাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। খোরশেদ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক। তাঁর বাড়ি বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নে।
কোতোয়ালি থানার ওসি মো. আবদুল করিম জানান, গত বছরের জুলাই-আগষ্টের বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম