চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, যে কোনো পরিস্থিতিতে জনগণের ঐক্য বজায় রাখতে হবে। জনগণের ঐক্যই পারে সকল যড়যন্ত্র মোকাবিলা করে গণতন্ত্রের পথে কাঙ্ক্ষিত বিজয় নিশ্চিত করতে। গণতান্ত্রিক সমাজে ভিন্নমত থাকবে, কিন্তু গণতন্ত্র ও দেশের প্রশ্নে সবাইকে এক থাকতে হবে। সবার আগে সবকিছুর ঊর্ধ্বে বাংলাদেশকে রাখতে হবে। পরিপূর্ণ গণতন্ত্র ফিরে না পাওয়া পর্যন্ত সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নির্বাচন ছাড়া গণতন্ত্র ফিরে আসবে না। নির্বাচিত সরকার ছাড়া জনসমস্যা নরসন হবে না।
শনিবার নগরীর চরচাকতাই ভাঙার পুল এলাকায় ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
চাক্তাই মহল্লা ও সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি হাজী জসিম উদ্দিন মিন্টুর সভাপতিত্বে সাধারন সম্পাদক ফেরদৌস ওয়াহিদের পরিচালনায় বক্তব্য রাখেন এপোলো ইম্পেরিয়াল হাসপাতাল চট্টগ্রামের সিনিয়র কনসালটেন্ট ডা. মোস্তাফিজুর রহমান, পাথরঘাটা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইসমাইল বালি, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক হাজী নুরুল আকতার। উপস্থিত ছিলেন চাক্তাই মহল্লা কমিটির যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন, সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কবির উদ্দিন, সহ সম্পাদক আবদুল কালাম আজাদ, প্রচার সম্পাদক এন মোহাম্মদ রিমন, আজগর আলী প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম