চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ এলাকায় বাস খাদে পড়ে মো. করিম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। করিম ওই বাসটির হেলপার বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। শনিবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মৌলভীর দোকান সংলগ্ন জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. করিম চন্দনাইশ উপজেলার দক্ষিণ হাসিমপুর গ্রামের বাসিন্দা মো. হাসানের ছেলে।
দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভরঞ্জন চাকমা বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে হাইওয়ে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী পরিবহনের চট্টগ্রামমুখী একটি বাস বেপরোয়া গতির ফলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের কালিয়াইশ জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজের সামনে খাদে পড়ে যায়। এসময় ওই বাসের হেলপার করিম গাড়ি থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে পাঠায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এএম