চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সম্মেলন কক্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের স্বজনদের হাতে চেক তুলে দেন ইউএনও তাহমিনা আকতার।
অনুষ্ঠানে বন্য হাতির আক্রমণে দুই নিহত, ছয় আহত এবং ফসলের ক্ষতিগ্রস্ত হওয়া ৪৩ পরিবারকে ২৬ লাখ ৭২ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়।
এসময় চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাছের মো. ইয়াছিন নেওয়াজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার ও বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য্য উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/মুসা