মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আহমদ উদ্দিনকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
রবিবার (৯ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার কাটারাই বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে মোটরসাইকেলে তুলে থানায় নিয়ে যেতে চাইলে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেন।
এ ঘটনায় সোমবার সকালে কাটারাই গ্রামে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান।
ওসি জানান, সরকারি কাজে বাধা দেওয়া এবং পুলিশের হাতে আটক একজন আসামিকে জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ইতোমধ্যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
বিডি প্রতিদিন/মুসা