রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়েছে। এতে রাকসুর প্রয়োজনীয়তা ও নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে। রবিবার রাতে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান প্রধান রিটার্নিং কর্মকর্তা ড সেতাউর রহমান।
এতে বলা হয়েছে, আসন্ন রাকসু নির্বাচন উপলক্ষ্যে ১৫ সেপ্টেম্বর বেলা ১১টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে রাকসু কী এবং কেন শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যথাক্রমে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. মোহা. ফরিদ উদ্দীন খান। সেমিনারে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।
এর আগে, বিকালে লটারির মাধ্যমে প্রার্থীদের ব্যালট নম্বর প্রদান করা হয়। এতে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলো। ২৫ সেপ্টেম্বর আসন্ন নির্বাচনে ৩০৬ জন প্রার্থী কেন্দ্রীয় সংসদ ও সিনেট প্রতিনিধি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বিডি প্রতিদিন/আরাফাত