হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিল শুক্রবার সৌর্যোদয়ের সাথে প্রশাসনিক ভবনের সম্মুখে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা কালো ব্যাচ ধারণ, প্রভাতফেরি ক্যাম্পাস প্রদক্ষিণ, কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি, শিশুদের চিত্রাঙ্কন এবং সকল প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, বাংলাদেশ ডাক বিভাগের আয়োজনে স্মারক ডাকটিকিট প্রদর্শনী ও বিক্রয় দিনাজপুর PEX ২০২৫ এর উদ্বোধন, বাদ আছর ভাষা শহীদগণের আত্মার মাগফিরাত কামনা করে কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত।
শুক্রবার সকাল সাড়ে ৮টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনাম উল্যা নেতৃত্বে কালো ব্যাচ ধারণ এবং মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রভাতফেরি ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
এসময় প্রোভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার ও ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবিরসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
পরে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনাম উল্যা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।এসময় ছিলেন প্রোভাইস-চ্যান্সেলর, ট্রেজারার, প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান।
ক্রমান্বয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শাখার পরিচালকবৃন্দ, কর্মকর্তাদের সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠন, কর্মচারী সংগঠনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এরপর শহীদ মিনার প্রাঙ্গনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাইস-চ্যান্সেলর এর বাণী বিতরণ করা হয়।
বাণী বিতরণ শেষে টিএসসি প্রাঙ্গণে শিশুদের চিত্রাঙ্কন (শহীদ মিনার ও ভাষা আন্দোলনের উপর) প্রতিযোগিতা এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১৯-২০ ফেব্রুয়ারি আবৃত্তি ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতাসহ সকল প্রতিযোগিতাসমূহের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ভাইস-চ্যান্সেলর।
এরপর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনাম উল্যা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বাংলাদেশ ডাক বিভাগের আয়োজনে স্মারক ডাকটিকিট প্রদর্শনী ও বিক্রয় দিনাজপুর PEX ২০২৫ এর উদ্বোধন করেন। পরে বাদ আছর ভাষা শহীদ ও সকল শহীদগণের আত্মার মাগফিরাত কামনা করে কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত এর আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/আশিক