নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মসূচি ঘোষণার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে জুলাই গণঅভ্যুত্থান মঞ্চের ব্যানারে এ বিক্ষোভ হয়।
এতে বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক মেহেদী সজিব বলেন, ৫ আগস্টে এক রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে স্বৈরাচারের পতন হয়েছে। ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের চিহ্ন এখনও বিদ্যমান। আমরা এখনও রাজপথ ছাড়িনি। দুই হাজার শহীদের রক্তের বদলা নিয়েই আমরা ঘরে ফিরব। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই অবিলম্বে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করুন।
তিনি বলেন, খুনি হাসিনাকে দিল্লিতে বসে ষড়যন্ত্রের সুযোগ দেয়া যাবে না। ছাত্রলীগকে কবর দেয়া হয়েছে, দেশে তাদের জীবিত হতে দেয়া হবে না। তাদের প্রতিহত করতে আমরা রাজপথে ঐক্যবদ্ধ আছি।
গণঅভ্যুত্থান মঞ্চের সভাপতি জায়িদ জোহা বলেন, স্বৈরাচার আওয়ামী সরকার গত ১৬ বছরে মানুষের ওপর অন্যায়-অবিচার, দুর্নীতি ও লুটপাটসহ মানবাধিকার লঙ্ঘন করেছে এবং অন্য সংগঠনের সাংবিধানিক অধিকার হরণ করেছে। এ ঘটনার পর এদেশে তারা রাজনৈতিক কর্মকাণ্ড করার অধিকার হারিয়েছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মাসব্যাপী কর্মসূচি ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অবিলম্বে স্বৈরাচার শক্তির বিচারের দাবিও জানাচ্ছি।
গণঅভ্যুত্থান মঞ্চের সদস্য মো. মামুন সরদারদের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এরআগে, ২৯ জানুয়ারি মাসব্যাপী কর্মসূচি ঘোষণা দেয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। ফেব্রুয়ারি মাসজুড়ে পর্যায়ক্রমে বিক্ষোভ, অবরোধ ও হরতালসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়।
বিডি প্রতিদিন/নাজিম