এগারো বছরের সিহাব। হযরত আয়েশা (র:) ফোরকানিয়া মাদ্রাসায় পড়ে সে। সকালে সে মাদ্রাসায় পড়তে এসে দেখে কিছু তরুণ মাদ্রাসা চত্ত্বর পরিষ্কারে ব্যস্ত। সিহাব ও তার বন্ধুরাও এসে যোগ দেয় এই তরুণদের সাথে। পরিচ্ছন্নতার অভিযানে নেমে পরে এই শিশুরা।
শুক্রবার (২৪ জানুয়ারি) দক্ষিণ গাছবাড়ীয়া বুলার তালুর এলাকায় হযরত আয়েশা (র:) ফোরকানিয়া মাদ্রাসা চত্ত্বরে বসুন্ধরা শুভসংঘ চন্দনাইশ শাখা আয়োজন করে ‘পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ি ক্যাম্পেইন’। এসময় মাদ্রাসা চত্ত্বর পরিষ্কার করে শুভসংঘের বন্ধুরা।
স্থানীয় শিক্ষক আনোয়ার আলী তার অভিব্যক্তি প্রকাশ করে বলেন, পলিথিন কিভাবে আমাদের পরিবেশের ক্ষতি করে বিষয়টি খুব সুন্দরভাবে শুভসংঘের বন্ধুরা এই বাচ্চাদের সচেতন করছে। এছাড়াও মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে নিয়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে। এতে করে এক পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে উঠবে এবং আগামী প্রজন্ম আরো সচেতন হয়ে বেড়ে উঠবে। শুভসংঘকে ধন্যবাদ এরকম একটি আয়োজন করার জন্য।
পুরো আয়োজনটিতে সহযোগিতায় ছিলের শুভসংঘের বন্ধু মো: মারুফ, মো: এসপি সাকিব, মো: আরিফ, মো: শওকত উদ্দীন, মো: চৌধুরী সাইফুল, সুজন পাল, মো: ইমন, মো: ফরহাদ রাফি।
এসময় বসুন্ধরা শুভসংঘ চন্দনাইশ শাখার উপদেষ্টা জয় নাথ বলেন, শুভসংঘের এই ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। নতুন প্রজন্ম এক পরিচ্ছন্ন বাংলাদেশ গড়বে আমাদের প্রত্যাশা এইটুকুই। আশা করি শুভসংঘ পরবর্তী সময়ে তাদের এই ভালো কাজের ধারা অব্যাহত রাখবে।
বিডি প্রতিদিন/হিমেল