‘ভ্যালেনটাইন ডে’, অনেকের কাছে বিশেষ কিছু নয়। তবে ‘১৪ ফেব্রুয়ারি’ আপনি যেভাবেই আকাঙ্ক্ষা করুন না কেন- আপনার জীবনের বিশেষ নারীর প্রতি ভালোবাসা প্রকাশের একটি সুযোগ। তাই ‘ভ্যালেনটাইন গিফট’ হিসেবে- সেকেলে সাধারণ ফুল ও সস্তা চকলেটের কথা ভুলে যান। এর পরিবর্তে ব্যতিক্রমী উপহার হিসেবে দিতে পারেন শোপিস, জুয়েলারি, কসমেটিক্স, নিত্য দিনের ব্যবহার্য ব্যাগ-জুতা কিংবা ট্রেন্ডি আউটফিট।
রসিক প্রেমিকের উপহার
আগেকার দিনে- ভালোবাসার মানুষের জন্য একটি ফুলের তোড়া এবং হাতে লেখা প্রেমপত্র; এতেই প্রেম জমে যেত। কিন্তু সময় বদলে গেছে। তবে আজও রসিক প্রেমিকের দেওয়া একগুচ্ছ গোলাপ আর হাতে লেখা চিঠি প্রেমিকার মন মাতায়। পাশাপাশি- শোপিস, গর্জিয়াস ‘ভ্যালেনটাইন’ কার্ড, সিম্পথনের ম্যাচেস ভ্যালেনটাইন ডে কার্ড, জুয়েলারি বক্স, হার্ট-আকৃতির পিলোও এবং ব্যাগ কিংবা ম্যাসাজ অ্যাকসেসরিজ, এমনকি ল্যাটিটিয়া রুগেটের লাভ বক্স তাৎক্ষণিক আনন্দ দেবে।
সৌন্দর্যপ্রিয়ার লাক্সারি প্রসাধনী
যদি সাধারণ ছুটির দিনের উপহারটি ঠিকঠাক না হয়, তাহলে আপনি আপনার প্রিয় মানুষকে একটি এলইডি ফেস মাস্ক বা ভ্যালেনটাইনস ডে স্পেশাল স্ট্রবেরি কালারওয়েতে ডাইসনের আকাঙ্ক্ষিত এয়ারাপ দিতে পারেন। তার বিউটি ক্যাবিনেটে ছোটখাটো সংযোজন মেরিট (লিপস্টিকের বাক্স), শ্যানেল, হার্মেস, লা মের এবং গুচি থেকে পাওয়া যেতে পারে। আপনি যদি বিশেষ দিনটি এড়িয়ে যেতে চান, তাহলে ফ্রেডেরিক ম্যালের ফ্যাগরেন্স মুগ্ধতা ছড়াতে একটি অব্যর্থ উপহার।
বিলাসবহুল লাউঞ্জওয়্যার
সিল্কে আরাম করতে পছন্দ করুক বা বিলাসবহুল কাশ্মীর শাল, দেশি-বিদেশি লাউঞ্জওয়্যার থেকে তার জন্য স্পেশাল কোনো পোশাক কিনে দিতে পারেন। যা মার্জিত এমন বিকল্পে প্রেমে পড়তে বাধ্য।
গহনা, যা তাকে মুগ্ধ করবে
কাস্টম নেকলেস হোক বা ঝকঝকে ডায়মন্ড পিঙ্কি রিং কিংবা একটি ব্রেসলেট, আমরা সবাই মূলত (প্রেমিকা বা সহধর্মিণী) সে ধরনের গহনায় বেশি আকৃষ্ট- যা যতটা ব্যক্তিগত ততটাই প্রিয়।
তবে প্রথমে, আত্ম-ভালোবাসা
আপনি যতক্ষণ না নিজেকে ভালোবাসেন ততক্ষণ আপনি প্রেম খুঁজে পাবেন না, গল্পটি এমনই। তাই স্নানঘরকে বাদামি-সুগন্ধযুক্ত মোমবাতি দিয়ে সাজিয়ে একটি উষ্ণ স্নান নিন। কোস্টা ব্রাজিল কিংবা সুরিয়ার বডি স্ক্রাব, তার পর কোনো একটি ময়েশ্চারাইজারে নিজেকে প্রাণবন্ত করে তুলুন। ফেব্রুয়ারি ১৪-এর দিনের মতোই সযত্নের যাত্রার ট্র্যাকটি ধরে রাখুন। সবসময় এমনই থাকুন।
বিলাসবহুল পণ্য, যা সে ভালোবাসবে
সে আসলে কী চায়। যদি তার আকাঙ্ক্ষা বেশি থাকে, তাহলে কার্টিয়ার ঘড়ি দিয়ে শুরু করুন- রে বেন বা গুচি থেকে গগজ কিংবা ব্যাগ, মৌসুমি-উপযুক্ত আনুষঙ্গিক পোশাক তালিকায় রাখতে পারেন।
তথ্যসূত্র : ভোগ ম্যাগাজিন