পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়নে সরকার সব সময় আন্তরিক এবং তারই ধারাবাহিকতায় পার্বত্য অঞ্চলের নারীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাঙামাটি সার্কিট হাউজে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় এবং আসন্ন বৈসাবিসহ অন্যান্য উৎসবে আইনশৃঙ্খলার প্রস্তুতি সংক্রান্ত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সুপ্রদীপ চাকমা বলেন, পার্বত্য অঞ্চলের উন্নয়ন অতীতে কাজের কোনো ধারাবাহিকতা ছিল না। অন্তর্বর্তী সরকার আসার সঙ্গে সঙ্গে ধারাবাহিকতা তৈরি হয়েছে।
তিনি বলেন, সম্প্রতি তিন পার্বত্য জেলায় নারী উন্নয়নসহ অর্থনৈতিক উন্নয়নে আর্থিক ও খাদ্য শস্য বরাদ্দ প্রদান করা হয়েছে। বরাদ্দ দেওয়াই শেষ না, পর্যায়ক্রমে সরকারের পক্ষ থেকে আরো বরাদ্দ প্রদান করা হবে। সরকারি বরাদ্দ থেকে কেউ বঞ্চিত হবেন না।
বিডি প্রতিদিন/জুনাইদ