ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লার সুয়াগাজী বাজার। কুমিল্লা নগরী লাগোয়া এলাকা। বাজারের পাশে ২০০ বছরের সুয়াগাজী জমিদারবাড়ি। স্থানীয়রা বলেন সাববাড়ি। সাহেব থেকে সাব শব্দের উৎপত্তি। তারা ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক (রা.)-এর বংশধর। এ বাড়ির ছেলে বেঙ্গল কংগ্রেসের সাধারণ সম্পাদক, যুক্তফ্রন্টের শিক্ষামন্ত্রী আশরাফ উদ্দিন চৌধুরী। তাঁর স্ত্রী ছিলেন চাষি কবিতার কবি রাজিয়া খাতুন চৌধুরাণী। তাদের মেয়ে রাবেয়া চৌধুরী। তিনি ছিলেন চারবারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান। এ ছাড়া এই বাড়ির অনেক সদস্য রাজনীতিসহ বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত হয়েছেন। এখনো এই বাড়ির ঐতিহ্য স্বমহিমায় সমুজ্জ্বল। এই বাড়িতে এসেছেন, নেতাজি সুভাষ চন্দ্র বসু, শেরেবাংলা একে ফজলুল হক, সীমান্ত গান্ধী আবুল গাফফার খান, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি হোসাইন আহমেদ মাদানী, খালেদা জিয়াসহ বিখ্যাত নেতারা।
সুয়াগাজী বাজার পার হলেই সাববাড়ি। বড় মাঠের পশ্চিম পাশে দাঁড়িয়ে সাদামাটা ভবনে ইতিহাস সমৃদ্ধ সাববাড়ি। বাড়িটি ৭২ বিঘা জমির ওপর। এক তলা বাড়ির লাগোয়া ছয়টি অংশ। কিছু ভবন ক্ষতিগ্রস্ত। পাশে রয়েছে নতুন দ্বিতল ভবন। রয়েছে শতবর্ষী দুটি কাঠ ও টিনের ঘর। বাড়ির অন্দরমহলের মাঝে রাখা হয়েছে চাল রাখার শত বছরের মটকা।
এই বাড়ির গোড়াপত্তন করেন ফয়েজ আহমেদ চৌধুরী। তিনি ১৮৪৫ সালে ত্রিপুরার রাজা থেকে জমিদারি লাভ করেন। তার ছেলে তোফাজ্জল আহমেদ চৌধুরী আনু মিয়া চৌধুরী। আনু মিয়া চৌধুরীর ছয় ছেলে তিন মেয়ে। তাদের একজন ওমর আহমেদ চৌধুরী। ওমর আহমেদ চৌধুরীর ভাই সাবেক শিক্ষামন্ত্রী আশরাফ উদ্দিন চৌধুরী। এ বাড়ির জমিদারদের তৈরি করা মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান, পুকুর, দিঘি আজও টিকে আছে।
ইতিহাস গবেষক আহসানুল কবীর বলেন, ১৫৩২ সালে মক্কা থেকে হযরত আবু বকর (রা.) এর বংশের মোহাম্মদ সিদ্দিকি নামের একজন কামেল পুরুষ বাংলাদেশের গৌড় নগরীতে আগমন করেন। ১৫৭৫ সালে গৌড় নগরী ক্ষতিগ্রস্ত হলে তিনি চট্টগ্রামের পটিয়া থানার সারোয়াতলী গ্রামে চলে আসেন। সেখান থেকে তাদের বংশধর কুমিল্লার চন্দ্রপুর এবং বাজগড্ডা গ্রামে আসেন। কুমিল্লা সুয়াগাজী সাববাড়ির ফয়েজ চৌধুরী এ বংশের প্রথম জমিদার। তার ছেলে তফাজ্জল আহমদ চৌধুরী ওরফে আনু মিয়া চৌধুরী। তার পাঁচ ছেলের মধ্যে ওমর আহম্মদ চৌধুরী জমিদারি পরিচালনা করতেন। তার ভাই আশরাফ উদ্দিন আহমদ চৌধুরী নেতাজি সুভাষ চন্দ্র বসুর সঙ্গে বেঙ্গল কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি যুক্তফ্রন্টের আবু হোসেন মন্ত্রী সভায় শিক্ষামন্ত্রী ছিলেন। তার তত্ত্বাবধানেই ঢাকায় বর্ধমান হাউসকে বাংলা একাডেমিতে রূপান্তর করা হয়।
কুমিল্লার সুয়াগাজী সাববাড়িতে কথা হয় আশরাফ উদ্দিন আহমেদ চৌধুরীর মেয়ে ৯০ বছর বয়সি রাবেয়া চৌধুরীর সঙ্গে। বয়সের কারণে এখন তিনি রাজনীতিতে সক্রিয় নন। তিনি বলেন, রাজনীতি নিজের জন্য নয়, মানুষের জন্য। নীতিবান মানুষের হাতে আবার রাজনীতি ফিরুক। এক দিন দেশ মাথা তুলে দাঁড়াবে বলেও তিনি বিশ্বাস করেন।