গত মৌসুমে হতাশাজনকভাবে হেইডেনহাইমের বিপক্ষে হারতে হয়েছিল বায়ার্ন মিউনিখকে। তবে এবার সেই স্মৃতি মুছে বড় জয়ে শোধ তুলল দলটি। বুন্ডেসলিগার শনিবারের ম্যাচে অবনমন অঞ্চলের দল হেইডেনহাইমকে তাদের মাঠেই ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন।
ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় সফরকারীরা। দ্বাদশ মিনিটে গোলের সূচনা করেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। সাত মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন কনরাড লাইমার, আর ৩৬তম মিনিটে তৃতীয় গোলটি করেন কিংসলে কোমান। প্রথমার্ধেই বড় লিড নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন।
এই অর্ধেই আরও একটি গোল করার দারুণ সুযোগ পেয়েছিলেন কেইন, কিন্তু কাছ থেকে হেডে লক্ষ্যভ্রষ্ট হন তিনি। দ্বিতীয়ার্ধের একাদশ মিনিটে জসুয়া কিমিখ দলের হয়ে চতুর্থ গোলটি করে জয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
এই জয়ে ৩০ ম্যাচে ৭২ পয়েন্ট সংগ্রহ করে টেবিলের শীর্ষে অবস্থান করছে বায়ার্ন মিউনিখ। ২২তম জয় তুলে নিয়ে তারা এগিয়ে গেল রেকর্ড ৩৪তম লিগ শিরোপার পথে। দ্বিতীয় স্থানে থাকা বায়ার লেভারকুজেনের পয়েন্ট ৬৩, যদিও তারা একটি ম্যাচ কম খেলেছে।
গত বছরের হারের দুঃখ ভুলে এবার বড় জয় ও শিরোপার সুবাসে ভাসছে ভিনসেন্ট কোম্পানির দল।
বিডি প্রতিদিন/নাজিম