বাংলাদেশ দলের সিনিয়র ক্রিকেটারদের নিয়ে সমালোচনা যেন থামছেই না। চ্যাম্পিয়ন্স ট্রফির দুই ম্যাচেই বাজে পারফরম্যান্সের পর সিনিয়রদের ভূমিকা নিয়ে উঠছে নানা প্রশ্ন। মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞদের কেন দলে নেওয়া হলো, তা নিয়েই আলোচনা তুঙ্গে। দীনেশ কার্তিক ও ওয়াসিম জাফরের পর এবার কড়া সমালোচনা করলেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম।
মাহমুদউল্লাহ রিয়াদের ফিল্ডিং ও ব্যাটিং নিয়ে ক্ষোভ প্রকাশ করে ওয়াসিম আকরাম বলেন, "ওকে দেখে মনে হলো, সে ছুটি কাটাতে এসেছে! এখন তার ব্যাটিংও হচ্ছে না, বোলিংও হচ্ছে না!" নিউজিল্যান্ড ম্যাচে মাত্র ১৪ বলে ৪ রান করে আউট হওয়া মাহমুদউল্লাহর ব্যাটিংও কাঠগড়ায়। মিচেল ব্রেসওয়েলকে উড়িয়ে মারতে গিয়ে সহজ ক্যাচ তুলে দেন উইল ও'রউর্কের হাতে।
পাকিস্তানের এক গণমাধ্যমে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আলোচনার সময় ওয়াসিম আকরাম সরাসরি বলেন, “ওটা একেবারেই হাতের ক্যাচ ছিল। মাহমুদউল্লাহকে দেখে মনে হয়েছে, সে ক্রিকেট খেলতে নয়, বরং ছুটি কাটাতে এসেছে।”
বাংলাদেশ দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ওয়াসিম আকরাম আরও বলেন, "এটা বাংলাদেশের জন্য শেখার সময়। তারা ৩৯ ও ৩৭ বছর বয়সী মাহমুদউল্লাহ ও মুশফিককে খেলিয়েছে, অথচ তরুণদেরই সুযোগ দেওয়া উচিত ছিল। যদি তারা খেলতেই চায়, তাহলে লাল বলের ক্রিকেট খেলুক। কারণ সাদা বলের ক্রিকেট ভয়ডরহীন থাকার খেলা। বাংলাদেশের এখন তরুণদের নিয়ে ভাবা উচিত। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এখনই দল তৈরি করা জরুরি।"
বিডি প্রতিদিন/আশিক