দুই তরুণ হার্শিত রানা এবং আর্শদীপ সিংয়ের পাশে মোহাম্মদ শামি। ভারতের পেস আক্রমণের নেতৃত্বে তিনিই এখন মূল ভরসা। জাসপ্রিত বুমরাহ নেই, মোহাম্মদ সিরাজও দলে নেই। ফলে সাফল্যের জন্য শামির দিকেই তাকিয়ে রয়েছে ভারত। আর সেটার প্রমাণ তিনি রেখেছেন প্রথম ম্যাচেই।
বাংলাদেশের বিপক্ষে ৫ উইকেট নিয়ে একাই ধ্বংসযজ্ঞ চালিয়েছেন এই পেসার। আগামীকাল পাকিস্তানের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচেও ভারতের মূল অস্ত্র তিনি। ইনজুরি থেকে ফিরে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে (এনসিএ) দীর্ঘ সময় কাটিয়েছেন তিনি, যেখানে ফিটনেস নিয়ে ব্যাপক পরিশ্রম করেছেন। আর তার সুফলও পাচ্ছেন হাতেনাতে।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচের পর সাবেক ভারতীয় পেসার নভোজিৎ সিং সিধুর সঙ্গে আলাপকালে নিজের ফিটনেস ও ডায়েটের রহস্য ফাঁস করেন শামি। স্টার স্পোর্টসের ক্যামেরার সামনে তিনি জানান, গত ১০ বছর ধরে দিনে মাত্র একবারই খেয়ে আসছেন!
সিধুকে দেওয়া সাক্ষাৎকারে শামি বলেন, "২০১৫ সাল থেকে আমি দিনে কেবল একবারই খাই। কেবল রাতের খাবার খাই, ব্রেকফাস্ট বা লাঞ্চ কিছুই করি না। এটা খুব কঠিন, তবে একবার অভ্যস্ত হয়ে গেলে সহজ হয়ে যায়।"
গোড়ালির ইনজুরির কারণে প্রায় এক বছর মাঠের বাইরে ছিলেন শামি। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বৈশ্বিক আসরে ফেরার আগে নিজের ওজন কমিয়েছেন ৯ কেজি! এনসিএ-তে থাকা অবস্থায় নিজের ফিটনেসের প্রতি কঠোর ছিলেন এই পেসার।
শামির ভাষ্য, "নিজেকে চ্যালেঞ্জ করাটা সবচেয়ে কঠিন। আমি যখন এনসিএ-তে ছিলাম, তখন আমার ওজন ছিল ৯০ কেজি। তবে ভালো দিক হলো, আমার সুস্বাদু খাবার খাওয়ার তেমন আগ্রহ ছিল না। আমি মিষ্টি খাই না। অনেক কিছুর থেকেই নিজেকে দূরে রাখি, যা হয়তো অনেকের জন্য কঠিন।"
তবে মাঝে মাঝে নিজের প্রিয় খাবারের প্রতি দুর্বল হয়ে পড়েন শামি। তিনি হাসতে হাসতে বলেন, "বিরিয়ানির ব্যাপারে যা হয়, মাঝে মাঝে তো চিট মিলে হয়ই!"
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের পর শামির চোখ এখন পাকিস্তানের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে। আগামীকাল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।
সবশেষ পাকিস্তানের বিপক্ষে দলে ছিলেন না তিনি। তবে এবার একাদশে থাকার সম্ভাবনা প্রায় নিশ্চিত। ভারতীয় সমর্থকদের আশা, শামির বিধ্বংসী ফর্ম পাকিস্তানের বিপক্ষে ম্যাচেও দেখা যাবে।
বিডি প্রতিদিন/আশিক