বিপিএলের এক আসরে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড ঢাকা ক্যাপিটালসের বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিমের।
বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চিটাগং কিংসের বিপক্ষে ঢাকার ৮ উইকেটের জয়ে ৯০ রানের অপরাজিত ঝড়ো ইনিংস খেলে ম্যাচসেরা হন তানজিদ। ৫৪ বল মোকাবিলায় তিনটি চারের পাশাপাশি সাতটি ছক্কা হাঁকান তিনি। এতে দেশি ক্রিকেটারদের সবাইকে ছাপিয়ে চূড়ায় উঠে যান ২৪ বছর বয়সী তরুণ। চলতি আসরে ১০ ম্যাচে তার ছক্কা ২৯টি।
বিপিএলের এক আসরে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ছক্কার কীর্তি এতদিন ছিল হৃদয়ের। গত ২০২৪ সালের মৌসুমে ফরচুন বরিশালের পক্ষে ১৪ ম্যাচে ২৪টি ছক্কা মেরেছিলেন ডানহাতি ব্যাটার।
দেশি-বিদেশি মিলিয়ে বিপিএলের এক আসরে সর্বোচ্চ সংখ্যক ছক্কা হাঁকানো ব্যাটারদের তালিকায় তানজিদের অবস্থান দুইয়ে। তার ওপরে কেবল ক্রিস গেইল। ইউনিভার্স বস হিসেবে খ্যাত ক্যারিবিয়ান কিংবদন্তি অবশ্য ধরাছোঁয়ার বাইরেই বলা চলে। তিনি ২০১৭ সালের আসরে রংপুর রাইডার্সের জার্সিতে ১১ ম্যাচে ৪৭টি ছক্কা মেরেছিলেন।
বিডি প্রতিদিন/এমআই