চ্যাম্পিয়নস ট্রফির আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান দল। তবে সিরিজ শুরুর আগে নতুন স্পিন কোচ নিয়োগ দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে নতুন দায়িত্ব শুরু করবেন আব্দুর রেহমান।
শান মাসুদের নেতৃত্বে ঘোষিত স্কোয়াডের সদস্যরা মুলতানে নিচ্ছেন প্রস্তুতি। এই সিরিজের স্কোয়াডে রয়েছেন তিন স্পিনার নোমান আলী, আবরার আহমেদ ও সাজিদ খান।
এরইমধ্যে মুলতানে দলের সাথে যোগ দিয়েছেন তিনি।
খেলোয়াড়ি জীবনে বেশ সফল ছিলেন সাবেক স্পিনার আব্দুর রেহমান। পাকিস্তানের হয়ে ২০০৬ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত খেলেছেন তিনি। তিন ফরম্যাটে শিকার করেছেন ১৪০ উইকেট।
৪৪ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার এর আগে কাজ করেছেন পাকিস্তান নারী দলের সাথে। এবারই প্রথম জাতীয় দলের সাথে কাজ করবেন শিয়ালকোটের থেকে আসা এই সাবেক তারকা। আব্দুর রেহমানের অভিজ্ঞতা নিশ্চিতভাবেই কাজে দেবে পাকিস্তানকে।
ক্যারিবীয়দের বিপক্ষে দুই টেস্ট শুরু হচ্ছে আগামী ১৭ ও ২৫ জানুয়ারি থেকে। মুলতানেই অনুষ্ঠিত হবে সিরিজের দুই টেস্ট।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ