সিলেট টেস্টে ব্যাটিং ব্যর্থতায় হেরেছে বাংলাদেশ। ক্রিকেটপ্রেমীদের সবার নজর ছিল পুণ্যভূমির দিকে। টাইগারদের হারের ব্যবচ্ছেদ যখন করছেন সবাই, তখন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সবার আড়ালে ফের সেঞ্চুরি করেছেন এনামুল হক বিজয়। বসুন্ধরা প্রিমিয়ার ক্রিকেট লিগে গতকাল সুপার সিক্সের লড়াইয়ে এনামুলের দল গাজী ক্রিকেটার্স ১০ রানে হেরেছে আবাহনীর কাছে। কিন্তু ১০৮ রানের ইনিংস খেলেছেন এনামুল। চলতি লিগে গাজীর অধিনায়ক ও টাইগার সাবেক ওপেনারের এটা চতুর্থ সেঞ্চুরি। লিগে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য চট্টগ্রাম টেস্টে ডাক পেয়েছেন বিজয়।
গতকাল সেঞ্চুরি করেছেন সৌম্য সরকারও। অগ্রণী ব্যাংকের বিপক্ষে ১০৩ রানের জয়ে লেজেন্ডস অব রূপগঞ্জের পক্ষে ১৫৩ রানের নান্দনিক ইনিংস খেলেন সৌম্য। সুপার সিক্সের আরেক ম্যাচে শিরোপাপ্রত্যাশী মোহামেডান ৫ উইকেটে হারিয়েছে গুলমান ক্রিকেট ক্লাবকে। এ জয়ে মোহামেডানের পয়েন্ট ১৪ ম্যাচে ২২। সমান সংখ্যক ম্যাচে আবাহনীর পয়েন্ট ১২ জয়ে ২৪। রূপগঞ্জের পয়েন্ট ১৭, গাজীর পয়েন্ট ১৮, গুলশানের ১৭ ও অগ্রণীর ১৫ পয়েন্ট।
মিরপুরে প্রথম ব্যাটিংয়ে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী ৪৮.২ ওভারে ২৪৯ রান করে। দলটির পক্ষে সর্বোচ্চ ৯৬ রান করেন ওপেনার শাহরিয়ার কমল। ম্যাচসেরা কমলের ১০০ বলের ইনিংসটিতে ছিল ৮টি চার ও ৩টি ছক্কা। এ ছাড়া ৪৫ রান করেন পারভেজ হোসেন ইমন ও এস এম মেহরাব। টার্গেট ২৫০ রান। ওভারপ্রতি ৫ রানের টার্গেটে গাজী ৪৯.৩ ওভারে ২৩৯ রানে গুটিয়ে যায়। দল হারলেও সেঞ্চুরি করেন অধিনায়ক এনামুল। ১০৮ রানের ইনিংসটি খেলেন ১১৩ বলে ৯ চারে। আগের ম্যাচে লেজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে অপরাজিত ১১০, গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে অপরাজিত ১৪৪ ও মোহামেডানের বিপক্ষে ১৪৯ রানের ইনিংস খেলেছিলেন। লিগে তার রান ১৪ ম্যাচে ৭৯.৪৫ গড়ে ৮৭৪। তিনি ৪টি সেঞ্চুরির সঙ্গে ৪টি হাফ সেঞ্চুরিও করেন। বিকেএসপি-৩ নম্বর মাঠে প্রথম ব্যাটিংয়ে গুলশান ক্রিকেট ক্লাব ৪৭.৪ ওভারে ২২৪ রান করে। ম্যাচসেরা মাহমুদুল্লাহ রিয়াদের ৭১ রানে ভর করে ৪৬.৪ ওভারে ৫ উইকেটে ২২৫ রান তুলে জয় পায় মোহামেডান। বিকেএসপি-৪ নম্বর মাঠে সৌম্যের বিধ্বংসী ১৫৩ রানে ভর করে লেজেন্ডস অব রূপগঞ্জ ৩ উইকেটে ৩৩৩ রান করে। সৌম্য ইনিংসটি খেলেন মাত্র ১১২ বলে ১৭ চার ও ৬ ছক্কায়। জবাবে অগ্রণী ব্যাংক সংগ্রহ করে ৪৩.১ ওভারে ২৩০ রান।