ফুটবলে অনেক নিয়ম বদলে গেছে। আগের মতো অ্যাওয়ে গোলের হিসেব এখন আর চলে না। গোল সমান হলে অতিরিক্ত ত্রিশ মিনিট খেলতে হয়। এরপর টাইব্রেকার। নতুন নিয়মে খেলেও বিতর্ক এড়ানো গেল না মাদ্রিদ ডার্বিতে। টাইব্রেকারে অ্যাটলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন তারকা হুলিয়েন আলভারেজ গোল করলেও তা বাতিল করা হয়। হেরে যায় অ্যাটলেটিকো। বিতর্কিত টাইব্রেকার জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। নতুন আঙ্গিকের উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর খেলা শেষ হয়েছে গতকাল। এবারের ইউরোপ সেরার লড়াইয়ে বড় কিছু দলকে বেশ বেগ পেতে হয়েছে। তবে শেষ পর্যন্ত প্রত্যাশা মতোই কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ, পিএসজি, আর্সেনালের মতো দলগুলো। লিভারপুলকে হারিয়ে অঘটন ঘটিয়েছে পিএসজি। অ্যাটলেটিকোর বিরুদ্ধে টাইব্রেকারে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। এ ছাড়া প্রথমবারের জন্য কোয়ার্টার খেলবে অ্যাস্টন ভিলা। কোয়ার্টার ফাইনালের খেলা অনুষ্ঠিত হবে দুই লেগে। প্রথম লেগ ৯ ও ১০ এপ্রিল এবং ফিরতি লেগ ১৬ ও ১৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। কোয়ার্টারে রেকর্ড ১৫ বারের শিরোপাধারী রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ আর্সেনাল। অ্যাটলেটিকোর পর এবারও বড় চ্যালেঞ্জের মুখে পড়বে রিয়াল। ৫ বারের চ্যাম্পিয়ন বার্সেলোনা খেলবে গত আসরের রানার্সআপ বরুশিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে। গ্রুপ পর্বেও এই জার্মান ক্লাবের সঙ্গে খেলেছিল বার্সা। কোয়ার্টারেও লড়াইটা সহজ হবে না। কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে ৬ বারের শিরোপাজয়ী বায়ার্ন মিউনিখ। প্রতিপক্ষ ইন্টার মিলান। এই মুহূর্তে দুই দলই আছে নিজেদের ঘরোয়া লিগের শীর্ষে। তাই তাদের ম্যাচের দিকে চোখ থাকবে ফুটবলপ্রেমীদের। আরেক লড়াইয়ে পিএসজি খেলবে অ্যাস্টন ভিলার বিরুদ্ধে। এই প্রথম চ্যাম্পিয়নস লিগের শেষ আটে পৌঁছেছে অ্যাস্টন ভিলা। অন্যদিকে লিভারপুলের বাধা টপকেছে পিএসজি। তাই এখানেও লড়াই হবে সমানে সমান। বার্সা ও বায়ার্ন জিতলে সেমিফাইনালে দেখা হতে পারে তাদের। অন্যদিকে সেমিতে রিয়াল ও পিএসজি খেলতে পারে একে
অপরের বিরুদ্ধে। তবে সবটাই নির্ভর করছে কোয়ার্টার ফাইনালের খেলার ফলের ওপর। কোয়ার্টার ফাইনালের প্রতিটি খেলাই অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১টায়।