রংপুর রাইডার্স অজেয় এক দল হয়ে উঠেছে চলমান বিপিএলে। এর রহস্য কী? অধিনায়ক নুরুল হাসান ব্যাখ্যা করেছেন। দলটার সাফল্যের রহস্য হলো ঐক্য। সবাই পারফর্ম করছে। নিজেদের কাজটা ঠিকঠাক করে যাচ্ছে। অনুশীলনেও ঝরছে ঘাম। তবে একঘেয়ে অনুশীলন আর কঠোর অনুশাসনে আবদ্ধ নয় দলটা। চাপমুক্ত হয়ে খেলার পরিবেশও পাচ্ছে তারা। অধিনায়কের মুখে বেশ কয়েকবারই ক্লাবের কর্তা ব্যক্তিদের প্রশংসা শোনা গেছে। মিকি আর্থারের নেতৃত্বে রংপুরের কোচিং স্টাফও তো দারুণ। এরই মধ্যে বিপিএলে প্লে-অফ নিশ্চিত করেছেন নুরুল হাসান সোহানরা। এবার লক্ষ্য শীর্ষ দুই। তবেই কোয়ালিফায়ার খেলতে পারবে। বিপিএলে কোয়ালিফায়ার খেলার সুবিধা অনেক। এ ম্যাচ জিতলেই সরাসরি ফাইনাল খেলা যায়। এমনকি হারলেও ক্ষতি নেই। আরও একবার সুযোগ পাওয়া যায় ফাইনালে ওঠার।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ চট্টগ্রাম পর্বে নিজেদের শেষ ম্যাচে দুর্বার রাজশাহীর মুখোমুখি হবে। এই ম্যাচ জিতলে শীর্ষ দুই মোটামুটি নিশ্চিত হয়ে যাবে রংপুরের। এরপর কেবল চিটাগং কিংস এবং ফরচুন বরিশালেরই সর্বোচ্চ ১৮ পয়েন্ট করে সংগ্রহ করার সুযোগ থাকবে (গত রাতের ম্যাচের আগের হিসাব)। অন্যদিকে দুর্বার রাজশাহীর সামনেও আছে প্লে-অফ না খেলেই বিদায় নেওয়ার শঙ্কা। দলটা ৯ ম্যাচে ৬ পয়েন্ট সংগ্রহ করে পাঁচ নম্বরে অবস্থান করছে। আজ হারলেই বিদায় নিশ্চিত হয়ে যাবে দলটার। কারণ পরের দুই ম্যাচ জিতেও ১০ পয়েন্টের বেশি পাবে না রজাশাহী। তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়রা কি দুরন্ত ক্রিকেটই না উপহার দিয়েছেন। তবে দলের জয়ে তেমন একটা ভূমিকার রাখতে পারছেন না তারা। অন্যদিকে রংপুর রাইডার্স দুই ধারের তলোয়াড়ের মতো আচরণ করছে। ব্যাটিংয়ে গুরত্বপূর্ণ ভূমিকা রাখছেন সাইফ হাসান (২৪৫ রান) এবং খুশদিল শাহরা (২৭৪ রান)। খুশদিল শাহ বোলিংয়েও দারুণ। তিনি বল হাতে শিকার করেছেন ১১ উইকেট। চলমান বিপিএলে ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম করে নিজেকে টুর্নামেন্টসেরার ক্যান্ডিডেট বানিয়ে নিয়েছেন পাকিস্তানি এ অলরাউন্ডার। বোলিংয়ে রংপুর রাইডার্সের আরেক পাকিস্তানি আকিফ জাভেদও দুরন্ত। তিনি শিকার করেছেন ১২ উইকেট।
রংপুর রাইডার্স এখনো অপরাজিত আছে চলমান বিপিএলে। চট্টগ্রাম থেকেও অপরাজিত থেকেই দলটা যেতে চায় ঢাকায়। ২৬ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএলের ঢাকা পর্ব। শেষ পর্বও বলা যায়। এখানেই শুরু হয়েছিল। এখানেই শেষ হবে। ঢাকা পর্বে রংপুর রাইডার্স আরও দুটি ম্যাচ খেলবে। আগামী ২৬ জানুয়ারি খেলবে দুর্বার রাজশাহীর সঙ্গে। এ ছাড়া ২৯ জানুয়ারি মুখোমুখি হবে চিটাগং কিংসের। চট্টগ্রাম পর্ব আজকের আগে চিটাগং কিংসকে হারিয়েছে রংপুর রাইডার্স। আজ রাজশাহীকে হারাতে পারলেই অপরাজিত থাকার গৌরব ধরে রাখবেন নুরুল হাসান সোহানরা। এদিকে আজ মুখোমুখি হচ্ছে খুলনা টাইগার্স ও সিলেট স্ট্রাইকার্স। খুলনার আশা এখনো বেঁচে আছে। তবে সিলেটের অবস্থান এরই মধ্যে বেশ নড়বড়ে হয়ে গেছে। ৪ পয়েন্ট নিয়ে তলানিতে অবস্থান করছে দলটা।