শ্রীলঙ্কা সফরে চার ম্যাচ টি-২০ সিরিজ খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। সিরিজের প্রথম দুটি ম্যাচে হেরেছেন ফাহমিদারা। টানা দুই হারের ধাক্কা সামলে গতকাল সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচটি জিতেছে বাংলাদেশ। জিতেছে ৪ উইকেটে। সিরিজের চতুর্থ ও শেষ ম্যাচ আজ মাঠে গড়াবে। ম্যাচ জিততে শেষ ওভারে বাংলাদেশের দরকার ছিল ৭ রান। ২০তম ওভারের প্রথম বলেই বাউন্ডারি মারেন আফিয়া ইসমে ইরা। পরের ২ বল ডট নেন। ওভারের চতুর্থ বলে ফের বাউন্ডারি মারেন আফিয়া। এরপর জয়োচ্ছ্বাসে মেতে ওঠেন আফিয়া ও জান্নাতুল। চার ম্যাচ সিরিজ খেলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল শ্রীলঙ্কা ছাড়বে শনিবার। পরের গন্তব্যস্থল মালয়েশিয়া। সেখানে টি-২০ বিশ্বকাপে অংশ নেবে। ম্যাচসেরা হন ফাহমিদা ছোঁয়া।
বল হাতে ১ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাটিংয়ে দলীয় সর্বোচ্চ ৩৮ রান করেন। এ ছাড়া সাদিয়া ইসলাম ২৪, সুমাইয়া আক্তার ১৩ রান করেন। প্রথমে ব্যাট করে স্বাগতিক শ্রীলঙ্কা ২০ ওভারে ৬ উইকেটে ১০৯ রান করে। দলটির পক্ষে সর্বোচ্চ ২৪ রান করেন সেনেথামা ও হানসিকা অপরাজিতা ২৪। বাংলাদেশের পক্ষে সুবহা ১৭ রানের খরচে ২ উইকেট নেন। ১১০ রানের টার্গেটে ১৯.৪ ওভারে ৬ উইকেটে ১১৩ রান করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল : ২০ ওভারে ১০৯/৬ (সেনেথামা ২৪, নানায়াক্কারা ১৬, রাশমিকা ১১, হানসিকা ২৪*, গিমহানি ১৪*। নিশিতা ৪-১-২৫-১, ফাহমিদা ৪-০-১৫-১, সুবহা ৩-০-১৭-২, হাবিবা ৪-০-২৯-১, সুমাইয়া ২-০-৮-০, জান্নাতুল ৩-০-১৩-০)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : ১১৩/৬, ১৯.৪ ওভার (ফাহমিদা ৩৮, সাদিয়া ইসলাম ২৪, সুমাইয়া ১৩, আফিয়া ২৬*। রাশমিকা ৪-০-১৭-২, মুনাসিংহে ৪-০-২৬-১, রাশমিকা ২-০-৮-০, থালাগুণে ৩.৪-০-২৮-০, গিমহানি ৪-০-২২-২, হানসিকা ২-০-১০-০)
ফল : বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৪ উইকেটে জয়ী
সিরিজ : চার ম্যাচ সিরিজে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল ২-১ ব্যবধানে এগিয়ে