দেশের প্রায় পৌনে ২০০ বছরের প্রাচীন নগরী বগুড়া। একসময় সাজানো-গোছানো ছিল এই শহর। কিন্তু সময়ের ব্যবধানে দিনে দিনে জনসংখ্যা আর যানবাহন বেড়ে এখন যান্ত্রিক শহরে পরিণত হয়েছে। লেখাপড়া চর্চার জন্য নেই ভালো মানের লাইব্রেরি। শিশুদের জন্য চিত্তবিনোদনে নেই চিড়িয়াখানাসহ বিনোদন কেন্দ্র। যে কারণে যান্ত্রিক এই শহরের দিনের পর দিন বেড়েই চলছে কিশোর গ্যাংয়ের উৎপাত। বগুড়া শহরে পৌর পার্কে উডবার্ণ সরকারি গণগ্রন্থাগার থাকলেও সেটিতে মনোযোগী হচ্ছে না কিশোর-কিশোরীরা। এদিকে বগুড়ায় বিশ্বসাহিত্য কেন্দ্রের নামে ভ্রাম্যমাণ লাইব্রেরি বন্ধ করে দেওয়া হয়েছে। যেখানে সব বয়সি পাঠক গল্প, কবিতা ও সাহিত্যচর্চা করতেন। স্থানীয় বাসিন্দারা বলছেন, দেশের বৃহত্তম পৌরসভা হওয়া সত্ত্বেও বগুড়া শহরে সমস্যার শেষ নেই। বন্ধ হয়ে গেছে কারুপল্লি। নেই ভালো মানের সিনেমা হল। যেসব সিনেমা হল ছিল সেগুলোও আধুনিক প্রযুক্তির ছোঁয়া না লাগায় বন্ধ হয়ে গেছে। বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী তাসনুভা তাসকিন মুনতা জানায়, একটি ভালো লাইব্রেরি ছাত্রছাত্রীদের মেধা ও মনন বিকাশে অপরিসীম ভূমিকা রাখে। অথচ বগুড়ায় তেমন কোনো লাইব্রেরি না থাকায় ছাত্রছাত্রীরা অবসরে কিংবা ছুটির দিনে বই পাঠের আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে। তাই ছাত্রছাত্রীদের মেধা-মনন ও জ্ঞানের বিকাশে ভালো মানের লাইব্রেরি দরকার। বগুড়া উডবার্ণ সরকারি গণগ্রন্থাগার সূত্রে জানা যায়, উডবার্ণ সরকারি গণগ্রন্থাগার বগুড়া জেলার একটি সমৃদ্ধ জ্ঞান ভান্ডার হিসেবে পরিচিত। ১৮৫৪ সালে প্রতিষ্ঠিত হলেও ২০০৪ সাল থেকে নতুন চার তলা ভবনে এটি পরিচালিত হয়ে আসছে। গণমানুষের সংস্কৃতি চর্চা, মেধা-মনন ও জ্ঞানের বিকাশ এবং বুদ্ধিবৃত্তিক চর্চার উদ্দেশ্যে গড়ে উঠেছে অনেক স্বনামধন্য এবং বাংলাদেশের চারটি প্রাচীনতম গ্রন্থাগারের একটি উডবার্ণ সরকারি গণগ্রন্থাগার। বগুড়া শহরের প্রাণকেন্দ্র পৌর অ্যাডওয়ার্ড পার্কের দক্ষিণ-পশ্চিম প্রান্তে ঐতিহাসিক এ গণগ্রন্থাগার অবস্থিত। ঐতিহ্যবাহী এই লাইব্রেরিতে অনেক জ্ঞানীগুণী ও কবি-সাহিত্যিকের পদচারণ রয়েছে। নতুন ও পুরোনো মিলে এ গণগ্রন্থাগারের পুস্তকসংখ্যা বর্তমানে ৫৮ হাজার। শনিবার থেকে বুধবার পর্যন্ত সপ্তাহে মোট পাঁচ দিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত গণগ্রন্থাগারটি খোলা থাকে। সাপ্তাহিক ছুটির দিন বৃহস্পতি ও শুক্রবার। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হালিমুর রশিদ জানান, চিত্তবিনোদন ও ভালো মানের লাইব্রেরি দুটোই শিশু-কিশোরদের মেধা বিকাশ করে থাকে।
শিরোনাম
- ইউআইইউতে আন্দোলন: একযোগে উপাচার্যসহ ১২ শিক্ষকের পদত্যাগ
- সারাদেশে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ আজ
- রিয়ালকে হারিয়ে কোপা দেল রে চ্যাম্পিয়ন বার্সেলোনা
- অতিরিক্ত সময়ে গড়াল কোপা দেল রে’র ফাইনাল
- সীমান্তে যুদ্ধের আশঙ্কা, প্রস্তুতি নিচ্ছেন কাশ্মীরের গ্রামবাসীরা
- পাকিস্তানের কাশ্মীরে হঠাৎ বন্যা, ভারতের বিরুদ্ধে পানি ছাড়ার অভিযোগ
- চট্টগ্রামে একই রাতে দুই জায়গায় ডাকাতি, গুলিতে আহত ৫
- বাউবির ভর্তি পরীক্ষায় অংশ নিল তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীরাও
- ২২ বছর পর চুরির টাকা ফেরত দিল আখাউড়ার যুবক
- দক্ষিণ এশিয়া মহাসংকটে
- খেলাফত আন্দোলনের আমির হলেন মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী
- নির্বাচন নিয়ে বাড়ছে উৎকণ্ঠা
- মেঘলায় অবৈধ কাঠ পাচার রুখল র্যাব ও বন বিভাগ
- রিয়াল ভক্তের নাক ফাটিয়ে বার্সা সমর্থক গ্রেফতার
- এমন পাতলা আইফোন আগে দেখেননি!
- ফের নিষেধাজ্ঞার মুখে হৃদয়
- এক ক্লিকে তৈরি হলো স্টারবাকস কফিশপ!
- পাকিস্তানি শিল্পীদের চিরতরে নিষিদ্ধ করতে চাইছে ভারত?
- গান চুরি: এ আর রহমানকে ২ কোটি ক্ষতিপূরণ দিতে নির্দেশ
- রায়পুরায় টেঁটা যুদ্ধ বন্ধের দাবিতে প্রতিজ্ঞাবদ্ধ চরাঞ্চলের মানুষ
বগুড়ার উডবার্ণ গ্রন্থাগারসমৃদ্ধ জ্ঞানভান্ডার
গণমানুষের সংস্কৃতি চর্চা, মেধা-মনন ও জ্ঞানের বিকাশ এবং বুদ্ধিবৃত্তিক চর্চার উদ্দেশ্যে গড়ে ওঠা বাংলাদেশের চারটি প্রাচীনতম গ্রন্থাগারের একটি উডবার্ণ সরকারি গণগ্রন্থাগার।
আবদুর রহমান টুলু, বগুড়া
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর