দিনাজপুরের বোচাগঞ্জে গত ২৪ ঘণ্টায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের ছয় নেতাকে গ্রেফতার করেছে বোচাগঞ্জ পুলিশ। আজ সোমবার বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান জাহিদ সরকার বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন, বোচাগঞ্জ উপজেলা ছাতাইল ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আলহাজ আফতাব উদ্দীন, সেতাবগঞ্জ পৌরসভার আওয়ামী লীগের সদস্য মো. রেজাউল ইসলাম রেজা, মুর্শিদহাট ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. লিটন পারভেজ, নাফানগর ইউনিয়নের যুবলীগ নেতা মো. তোজামুল হক তোজা, নাফানগর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. শাহাজাহান আলী, রনগাঁও ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ফারুক হোসেন।
ওসি জানান, গ্রেফতারকৃত আওয়ামী লীগের ৬ নেতাকে বোচাগঞ্জ থানার বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলার আসামি হিসেবে দেখানো হয়েছে। তাদের দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়।
ওসি হাসান জাহিদ সরকার আরও জানান, সারাদেশে চলমান ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে এই অভিযান বোচাগঞ্জেও অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/জামশেদ