তার কথাই শুধু বলতে ইচ্ছে করে
তার নাম ধরে বার বার ডাকতে ইচ্ছে করে
এবং তার চোখ দুটোর নিষ্পলক দৃষ্টি
আমার অদেখা কোনো নিতল নিস্তরঙ্গ দিঘি
আমি ডুবে যাই কল্পনায় অথবা মনে হয়
ডুবে মরি অনন্তকাল!
তার নামের মুগ্ধতা শুধু আমাকেই স্পর্শ করুক...
তার ঠোঁটের মিহিন হাসির নিঃশব্দ আবেগ শুধু আমাকেই টেনে রাখুক স্বর্গের দিকে...
অন্য কেউ নয়; তার ওষ্ঠের জাদুবাস্তবতার অপূর্ব অনাবিল ভাষা শুধু আমিই বুঝতে চাই
বুঝে যাই তাকে অলৌকিক দিব্যজ্ঞানবোধে।
তার এক কাহিনি আছে, একটা গল্প আছে
আমি তার কাহিনির সারাংশ থেকে
একটা পৌরাণিক নীলপক্ষ বিহগীর অপূর্ব
কিংবদন্তি রচনা করি...
আমার রচিত গল্পের নীলাদ্রি শিখরে বসে
চন্দ্রদীপ জ্বলা বিচ্ছুরিত নির্ঝর সুরের শেষলয়ে
আমার ক্লান্তচোখে মাঝরাতে মেখে দেয় সে
নৈঃশব্দ্যের ঘুমের নিবিড় মগ্নতা।