এক ভদ্র মহিলা গেছেন ডাক্তারের কাছে।
ভদ্র মহিলা : ডাক্তার সাহেব, আমার দুটো কান পুড়ে গেছে।
ডাক্তার : হুম্, দেখতে পাচ্ছি। কিন্তু কীভাবে পুড়ল?
ভদ্র মহিলা : আমি আমার স্বামীর শার্ট ইস্ত্রি করছিলাম। হঠাৎ ফোন এলো। আমি ফোন না তুলে ভুল করে ইস্ত্রিটা তুলে কানে লাগিয়ে ফেলেছিলাম।
ডাক্তার : বুঝলাম, কিন্তু অন্য কানটা পুড়ল কীভাবে?
ভদ্র মহিলা : লোকটা যে আবারও ফোন করেছিল।
দুই চাপাবাজের মধ্যে আলাপ হচ্ছে।
প্রথম চাপাবাজ : জানিস মাঝে মাঝে ইচ্ছা হয় ফ্রান্সের আইফেল টাওয়ারটা কিনে ফেলি।
দ্বিতীয় চাপাবাজ : অত সহজ না বন্ধু! ওটা আমি বেচলে তো।
পোস্ট অফিসে গিয়ে এক লোক পোস্টমাস্টারের দিকে একটা খাম বাড়িয়ে দিল।
: দেখুন তো ভাই, ঠিক আছে কি না?
: আরও বিশ পয়সার টিকিট দিতে হবে। চিঠি ভারী হয়ে গেছে।
: টিকিট লাগালে তো আরও ভারী হয়ে যাবে।
দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে।
প্রথম বন্ধু : জানিস, আমার জীবনে একটা ইচ্ছাও পূরণ হলো না। তোর কোনো ইচ্ছা পূরণ হয়েছে?
দ্বিতীয় বন্ধু : হ্যাঁ, হয়েছে। ছোটবেলায় স্যারের হাতে চুল টানা খেতে খেতে ভাবতাম চুলগুলো না থাকলেই ভালো হতো। এখন দেখ মাথায় একটাও চুল নেই।
একটা মেয়েকে দেখে একটা ছেলের খুব পছন্দ হলো। মেয়েটির নাম জানতে ইচ্ছা হলো ছেলেটির। কিন্তু সরাসরি বলতে পারছিল না।
তখন মেয়েটিকে প্রশ্ন করল, আচ্ছা, আপনি কি এমন কাউকে চেনেন যার নাম আর আপনার নাম একই?
মেয়েটি বলল : হ্যাঁ, চিনি।
ছেলে : কী নাম তার?
মেয়েটি তার নাম বলে দিল।
-সংগ্রহ : ফিরোজা বেগম স্বপ্না, সদর, নড়াইল।