রংপুরে বর্তমানে হাঁড়িভাঙা আম বিক্রি হচ্ছে ১৭৫ টাকা কেজি দরে। যেখানে দুই সপ্তাহ আগেও প্রতিকেজি বিক্রি হয়েছে ৫০ থেকে ৬০ টাকায়। আম চাষিরা জানান, বেশির ভাগ বাগানেই এখন আম নেই। গুটি কয়েক বাগানে থাকলেও সেগুলো চাহিদার তুলনায় অনেক কম। হাঁড়িভাঙা আমে ফরমালিনসহ কোনো রাসায়নিক দ্রব্য মেশানো হয় না। এ ছাড়া, হাঁড়িভাঙা অন্যান্য জাতের আমের চেয়ে সুস্বাদু। মিঠাপুকুরের আম চাষি শাহিনুল ইসলাম বকুল জানান, মৌসুমের প্রথম দিকে চাহিদার তুলনায় সরবরাহ বেশি ছিল।
কাঁচা আম গাছ থেকে পাড়ার পর সপ্তাহখানেক রাখা গেলেও পাকা হাঁড়িভাঙা দুই দিনের বেশি থাকে না। বর্তমানে হাঁড়িভাঙা সাড়ে ৬ হাজার থেকে ৭ হাজার টাকা মণ বিক্রি হচ্ছে। এ সময়ে আমের সাইজও অনেক বড়।