সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচনের দাবিতে সমিতির সভাপতির কাছে স্মারকলিপি দিয়েছে গণতান্ত্রিক আইনজীবী সমিতি। এর আগে সমিতির সাধারণ সম্পাদক হাসান তারিক চৌধুরী বলেন, সাধারণ আইনজীবীদের ভোটাধিকারের প্রতি সম্মান জানিয়ে অবিলম্বে সুপ্রিম কোর্ট বার সমিতির নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে। কোনো অনায্য অজুহাতে বারের নির্বাচন বিলম্বিত করা বারের আইনজীবীদের স্বার্থ মারাত্মকভাবে ক্ষুণœ করবে।
গতকাল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকনের কাছে এ স্মারকলিপি দেন সংগঠনটির নেতারা।
এ সময় সুপ্রিম কোর্ট বার শাখার সভাপতি অ্যাডভোকেট মো. আলী আজম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমাউন কবিরসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।