মুন্সিগঞ্জের সিরাজদীখানে স্থানীয় এক সাংবাদিককে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর নাম আরিফ হোসেন হারিছ। তিনি দৈনিক লাখোকণ্ঠ পত্রিকার সিরাজদীখান উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। এ ঘটনায় সিরাজদীখান থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। সিরাজদীখানের ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, সাংবাদিক নির্যাতনের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিরাজদীখান উপজেলার নতুন ভাষানচর গ্রামের বাসিন্দা সাংবাদিক হারিছ। গতকাল দুপুর ১টার দিকে তিনি বাড়ি থেকে বের হন। নতুন ভাষানচর সেতুতে ওৎপেতে থাকা কয়েকজন তার পথরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা এলোপাতাড়ি কিলঘুসি ও লাথি মেরে হারিছকে ওই এলাকার এক বাড়িতে তুলে নিয়ে যায়।
সেখানে তার ওপর চলে নির্যাতন। স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
আরিফ হোসেন হারিছ বলেন, ‘কয়েকদিন আগে ভাষানচরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলাকারীরা জামিনে এসে আনন্দ উল্লাস করে। এ নিয়ে আমি একাধিক রিপোর্ট করি। এর জেরে আমাকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছিল। মারধরের ঘটনায় তারাই জড়িত।’